বাবুগঞ্জ ,উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়নের অর্ন্তগত বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার আলোতে আলোকিত করার লক্ষে আমার শ্রদ্ধা ভাজন পিতা,সাবেক স্পীকার জনাব আবদুল জব্বার খান সাহেব তার পিতা অর্থাৎ আমার দাদা জনাব মোঃ কাজল খান সাহেবের নামে ১৯৬৮ সনে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাহেরচর ক্ষুদ্রকাঠী কাজল খান মাধ্যমিক বিদ্যালয়। ইতি মধ্যে বিদ্যালয়টি অর্ধ শতাব্দী অতিক্রম করেছে । এ সূদীর্ঘ সময় ধরে বিদ্যালয়টি সুশিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে । আমি বিদ্যালয়টির সার্বিক মঙ্গল কামনা করছি।
A.S.M. Sohidul Khan
Chairman