১৯৬০ এর দশকে বাহেরচর ক্ষুদ্রকঠী ও পার্শ্ববতী এলাকা শিক্ষার আলোতে আলোকিত ছিলনা। হাতে গোনা কয়েকজন শিক্ষিত থাকলেও তা দুর দুরন্ত থেকে শিক্ষা গ্রহন করেন। তাই অত্র এলাকার মানুষকে সুশিক্ষিত ও আলোকিত মানুষ তৈরী করার প্রয়োজন বোধ করেন। শিক্ষাবিদ সাবেক স্পীকার মরহুম আবদুল জব্বার খান। সে লক্ষে সন্ধ্যা নদীর তীরে তার নিঝ বাড়ীর সামনে নিজস্ব জমিতে ১৯৬৮ সনের ১৫ই জানুয়ারী তার দাদা জনাব কাজল খানের নামে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাহেরচর ক্ষুদ্রকাঠী কাজল খান মাধ্যমিক বিদ্যালয় । প্রতিষ্ঠার পর থেকে অর্ধ শতাব্দীর অধিক সময় ধরে বিধ্যালয়টি সুশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে। অত্র বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ৩টি বিভাগ চালু রয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ ।